আবারো হাজির হয়ে গেলাম ব্লগার তারেক । নিয়মিতই জানা, অজানা সবই শেয়ার করে
যাচ্ছি অনেক কিছুই। আমাদের আজকের বিষয়, কম্পিউটারে ফোল্ডার রং বা কালার করা
প্রসঙ্গ। জানি, অনেকেই এই বিষয়ে অনেক শিখেছেন। জি, তবে এই টিউটোরিয়াল
আপনার জন্য নয়! এই টিউটোরিয়াল শুধুই নবীনদের জন্য। যারা আপনার কম্পিউটারে
ফোল্ডারগুলো মনের মাধুরী মিশিয়ে হরেক রকম রঙ করে সাজাতে চান। তাদের জন্য
আশা করি এই টিউটোরিয়াল অনেক কাজে আসবে।। চলুন, ছোট কাজে বড় বড় কথা না বলে চলে যাই মূল ধাপগুলোতে।
- আমরা কম্পিউটারের ফোল্ডার কালার করতে ব্যবহার করব Folder Colorizer নামের ছোট দেড় মেগাবাইটের একটি সফটওয়্যার। তাই প্রথমেই ডাউনলোড করে নিন Folder Colorizer.exe
- যথা নিয়মে সফটওয়্যারটি ইন্সটল দিন। ইন্সটল দেয়া না জানা থাকলে আমার ভিডিও টিউটোরিয়ালটিও দেখতে পারেন।
- সফটওয়্যার ইন্সটল দেয়া হয়ে গেলে যে ফোল্ডার কালার করতে চান সেই ফোল্ডারের উপর মাউস কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করুন এবং Colorize ক্লিক করে ডান পাশের সাবমেন্যুগুলো থেকে পছন্দের কালার সিলেক্ট করুন।
- ব্যাস, ২-১ সেকেন্ডের মাঝেই দেখতে পারবেন আপনার ফোল্ডারটি আপনার কাঙ্ক্ষিত রঙের হয়ে গেছে।
No comments:
Post a Comment