প্রশিক্ষণঃ অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ।
ওয়ার্ডপ্রেস কি ?
ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), বর্তমানে ৭.৫ মিলিয়ন ওয়েবসাইটের ভিতর ১.২ মিলিয়ন মানুষ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে। যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আর এই কারণেই দিন দিন ওয়ার্ডপ্রেস চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের নতুন নতুন কাজ বাড়ছেই। যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম । বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টঃ
ক্যারিয়ার হিসেবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট খুব আকর্ষনীয়। ওয়েবের কাজ জানা মানুষের রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। ওয়ার্ডপ্রেস বর্তমান পৃথিবীতে বহুল ব্যবহৃত এবং অপ্রতিদ্বন্দী কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এ কারণেই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এত বেশি। সারা বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট তৈরী হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আয়ের ক্ষেত্র এবং পরিমাণঃ
প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে রয়েছে অনেক কাজের চাহিদা। একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ১২ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ঘন্টায় ৪০ থেকে ৬০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।
কি রকম ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের চাহিদা ?
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং ডেভেলপারদের চাহিদা ক্রমান্বয় বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকদিন চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে অসংখ্য ওয়ার্ডপ্রেস থিম তৈরী করা হচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা যায় ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৩৫ ভাগ প্রিমিয়াম থিম ব্যবহার করে বা কাস্টোমাইজ থিম ব্যবহার করে। প্রত্যেকদিন প্রায় ১ লাখ নতুন ওয়েবসাইট তৈরী করা হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সুতরাং এদের মধ্যে ৩৫ ভাগ ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে তাহলে প্রতিদিন ৩৫ হাজার ওয়ার্ডপ্রেস ক্রেতা তৈরী হচ্ছে। শুধু সেটিই নয় বরং ওয়ার্ডপ্রেস সাইট কাস্টোমাইজেশনের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলিতে প্রচুর কাজ জমা পড়ছে। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা যে গগণচুম্বী সেটি সহজেই অনুমেয়।বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, ক্লাসিফাইড সাইট, কর্পোরেট ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট, কিংবা ইকমার্স সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
চার "৪" মাস ব্যাপী অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষণঃ
সফটটেক-আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে ৩ মাসব্যাপী অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষন এবং ১ একমাসের ইন্টার্নি প্রজেক্ট ফ্রি । মোট চার (৪) মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে • এইচটিএমএল , • সিএসএস, • এইচটিএমএল ৫, • সিএসএস ৩, • জাভাস্ক্রিপ্ট, • জেকোয়ারি, • জেকোয়ারী প্লাগিন্স এর ব্যাবহার, • ইউ আই কিট এর ব্যাবহার, • বুটস্ট্র্যাপ এর ব্যাবহার, • প্রফেশনাল পিএইচপি, • পিএসডি টু এইচটিএমএল ৫, • পিএসডি টু সিএসএস ৩, • ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, • ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, • ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট, • ওডেস্ক এর প্রফাইল কমপ্লিট করা এবং কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট, • ইল্যান্স এর প্রফাইল কমপ্লিট করা এবং কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট, • ফাইভার এবং পিপল পার আওয়ার এ কাজ পাওয়ার টিপস, • প্রজেক্ট ভিত্তিক ইন্টারনি করার সুযোগ এবং বিডিং টেকনিক। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ হাতে কলমে শেখানো সহ পূর্ণ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিশ্চিত করুন।
প্রতিটি ক্লাসে প্রয়োজনীয় ক্লাস ভিডিও এবং ক্লাস সংক্রান্ত রিসোর্স দিয়ে দেওয়া হয়।
প্রতিটি লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয়।
প্রতিটি ক্লাশ রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। ( যাতেকরে কোন শিক্ষার্থী ক্লাস মিস করার পরও সে পরবর্তী ক্লাস নিতে পারে। )
এই প্রশিক্ষণের সাথে রয়েছে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট ফ্রি। যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে ।
এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
কোর্সের বিস্তারিত দেখুন এখানেঃ https://www.facebook.com/softtechitinstitute/প্রতিটি লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয়।
প্রতিটি ক্লাশ রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। ( যাতেকরে কোন শিক্ষার্থী ক্লাস মিস করার পরও সে পরবর্তী ক্লাস নিতে পারে। )
এই প্রশিক্ষণের সাথে রয়েছে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট ফ্রি। যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে ।
এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
বিস্তারিতঃ ব্যাচ - ২০ঃ
প্রশিক্ষণটি কি আপনার জন্য ?
এই কোর্সটি করতে কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত কিছু জানতে হবে না। শুধু দরকার হবে একটি কম্পিউটার ও সক্রিয় ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংক্রান্ত জ্ঞান আছে, ইংরেজি পড়তে বুঝতে পারেন এমন যে কেউ এবং প্রাথমিক কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকলে যে কেউ এই কোর্সটি করতে পারবে।প্রশিক্ষণ ফি এবং ক্লাসের সময় সূচীঃ
আমাদের অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ব্যাচঃ ২০- এর ক্লাশ শুরু হবে ১৪ মার্চ, ২০১৫ থেকে। ক্লাশ হবে সপ্তাহে দুদিন প্রতি শনিবার এবং রবিবার দুপুর ১.০০ টা থেকে ৩.০০ টা পর্যন্ত। দু মাসের তাত্ত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ (৩ মাস+এক মাসের ইন্টারনি প্রজেক্ট = ৪ মাস) প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ১২,০০০ টাকা।ভর্তির শেষ সময়ঃ ১১/০৩/২০১৫
তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে, লিমিটেড সিট(২০) ।
আপনারা যারা এখনও অ্যাডমিশন নেন নি তারা ওতি সত্তর চলে আসুন। দ্রুত আপনার আসনটি বুঝে নিতে যোগাযোগ করুন।

সফটটেক আইটি
ভর্তি ও বিস্তারিত জানতে কল করুন হটলাইনেঃ 01793 146 509
ভর্তি ও বিস্তারিত জানতে কল করুন হটলাইনেঃ 01793 146 509
আমাদের অফিসের ঠিকানাঃ
সফটটেক-আইটি ইনস্টিটিউট
হ্যালোঃ ০১৭৯৩১৪৬৫০৯
গুগোল ম্যাপঃ http://bit.ly/1eBISIK
সেক্টর#৯, রোড#১/এ, হাউজ#৪, লেভেল#৬,
(হাউস বিল্ডিং মাস্কট প্লাজার অপজিট-এ ফাল্গুনী রেস্তোরার সাথে) উত্তরা, ঢাকা - ১২৩০ , ইমেইলঃ info@softtech-it.com , পেইজঃ https://www.facebook.com/softtechitinstitute/ , ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/softtechit/ , ওয়েবঃ https://www.softtech-it.Com
হ্যালোঃ ০১৭৯৩১৪৬৫০৯
গুগোল ম্যাপঃ http://bit.ly/1eBISIK
সেক্টর#৯, রোড#১/এ, হাউজ#৪, লেভেল#৬,
(হাউস বিল্ডিং মাস্কট প্লাজার অপজিট-এ ফাল্গুনী রেস্তোরার সাথে) উত্তরা, ঢাকা - ১২৩০ , ইমেইলঃ info@softtech-it.com , পেইজঃ https://www.facebook.com/softtechitinstitute/ , ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/softtechit/ , ওয়েবঃ https://www.softtech-it.Com
No comments:
Post a Comment