Monday, May 18, 2015

Rooted android mobile এ play store সহ যে কোন system apps uninstall করুন সব থেকে সহজ উপায়ে…!!! প্রয়োজন হলে আবার restore ও করতে পারবেন…

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবারের টিউন।আমি আজকের টিউনে আপনাদের সাথে সেয়ার করব কিভাবে আপনার রুটেড এন্ড্রয়েড মোবাইলে অপ্রয়োজনিয় সিস্টেম এপ্স আনইন্সটল করে সফটওয়্যার ইন্সটল এর মেমোরি(only apps install storage not internal memory storage) খালি রাখবেন।আমার জানামতে এইধরনের টিউন আগেও হয়ে থাকতে পারে তবে সেটা কপি করা বা তাদের এপ্স ব্যাবহার করা আমার উদ্ধ্যশ না।আমি এটা সেয়ার করতেছি জারা আগে উপকৃত হয়নি বা জানে না তাদের জন্য।আমার বিশ্বাস আমার সেয়ার করা এপ্স টি দিয়ে সকলেই উপকৃত হবেন।এই বেপারে আগে থেকেই জারা জানেন বা উপকৃত হয়েছেন তারা বাকিটা কষ্ট করে না পড়লেও চলবে।দয়া করে নিজে জানেন বলে অন্যদের জানার বেঘাত ঘটাবেন না।খারাপ টিউমেন্ট থেকে দূরে থাকবেন।
আমি সস্থা দেখে একটা এন্ড্রয়েড মোবাইল walton primo g5 কিনলাম(সস্থা দেখে কিনার কারন হল আপনারা জানেন যে অল্প দামে সস্থা গরিব মানুষের আস্থা)।আমার মোবাইলে 1gb ram,1gb software install storage...কিন্তু সমস্যাটা এখানেই কারন 1gb software install storage এ আমি কোন এপ্স ইন্সটল না করলেও মোবাইলের সিস্টেম এপ্সস প্রায় ৫০০-৬০০ মেগার মত জায়গা দখল করে রাখে।তার মধ্যে আমি অনেক গুলা এপ্স ব্যাবহারো করিনা-যেমন গুগুল হ্যাং আউট,জিমেইল,গুগুল টেক্সট টু স্পিস,ইউটিউব।এইগেল এই সমস্যা অন্যদিকে প্লে স্টোর ত তার বিশাল ক্ষমতা দেখাই গুগল প্লে সার্ভিস+গুগুল সার্স+গুগুল প্লে স্টোর তিনডা
মিলে পুরা ১৬২ মেগা জায়গা দখল করে রাখচে তারমধ্যে যখন software install storage সর্বমোট৮৫০ মেগা হয় তখন 150 মেগা খালি থাকা সত্বেও প্লে স্টোর থেকে কিছু ডাওনলোড করতেদেয় না।।তাই সব ভেবে সিদ্ধান্ত নিলাম গুগুল প্লে স্টোর আর ব্যাবহার করবনা মার্কেটের জন্য ওয়ান মোবাইল মার্কেট ব্যাবহার করব এবং আপ্রয়োজনিয় সকল সিস্টেম এপ্স কে জমের বাড়ি পাঠাব।জাই হক আপনাদের সাথে আজাইরা অনেক পেছাল মারলাম চলেন আর কথা না বাড়িয়ে এবার সরসরি কাজে নেমে পড়ি।
প্রথম শর্ত আপনার মোবাইলটি অবশ্যই রুটেড হতে হবে।রুট করা না থাকলে আগে রুট করে নিন...
আপনি কাজটি দুই ভাবে করতে পারেন।
ধাপ ১-root explorer apps ব্যাবহার করে।
ধাপ ২-titanium backup apps ব্যাবহার করে।


ধাপ ১-প্রথমে আপনি  root explorer pro version apps টি ডাওনলোড করেনিন।
এবার root explorer apps টি install করে open করেন...

root directory থেকে একদম শেষের দিকে system folder open করেন ...

system directory থেকে একদম উপরে app folder open করেন...


এই folder এ আপনি আপনার সকল system apps list দেখতে পাবেন।
কিন্তু apps  গুলা remove করার আগে আপনাকে mourt R/C তে ক্লিক করতে হবে।


এবার আপনি যে apps remove করতে চান সেখানে click করে ধরে রাখলে আমার মত একটা মেনু দেখতে পাবেন
তারপর delet এ click করে remove করে দেন।
বিঃদ্রঃ-আপনি root explorer দিয়ে all apps delete করতে পারবেন না।আবার একবার delete করলে
পরবর্তিতে সেটা প্রয়োজন হলেও আর restore করতে পারবেন না।কিন্তু titanium backup apps
ব্যাবহার করলে আপনি all apps আপনার backup রাখতে পারবেন এবং পর্বরতিতে প্রয়োজন হলে
আবার restore করতে পারবেন।
ধাপ ২ঃ-প্রথমে play store  থেকে titanium backup apps টা ডাওনলোড করেনেন।অথবা মিডিয়া ফায়ার  link  থেকেও ডাওনলোড করে নিতে পারেন।ডাওনলোড করার পর এপ্সস টি ইন্সটল করে ওপেন করেন...

রুট পারমিসান ইয়েস দিন...


backup/restore এ click করেন...পারমিসান চাইলে yes i wanna see তে click করে ok করে দিন...

আপনি এখানে আপনার সকল system apps এর list দেখতে পাবেন...



আবার  আপনি  যেই apps uninstall করতে  চান সেটাতে click করেন...ক্লিক করলে আমার মত option গুলা দেখতে পাবেন।এখান থেকে  আপনি চাইলে সেটাকে backup করে রাখতে পারেন।পরে প্রয়োজন হলে আবার re store করতে পারবেন।আবার যদি মন চায় তাহলে freeze ও করে রাখতে পারেন।পরে প্রয়োজন হলে unfreeze ও করতে পারবেন।তবে এর জন্য titanium backup pro  key apps লাগবে।আমি আপনাদের সুবিধার্থে মিডিয়া আগুনে link আপলোড করে দিয়েছি।
আজকের মত এখানেই বিদাই।সবাই ভাল থাকবেন।আমার কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা ও সোন্দর দৃষ্টিতে দেখবেন।আর কোন কিছু না বুজলে টিউমেন্ট করতে ভুলবেন না।

Wednesday, March 11, 2015

ফোল্ডার কালার করার সবচেয়ে সহজ টিউটোরিয়াল


ফোল্ডার কালার করার সবচেয়ে সহজ টিউটোরিয়াল
আবারো হাজির হয়ে গেলাম ব্লগার তারেক । নিয়মিতই জানা, অজানা সবই শেয়ার করে যাচ্ছি অনেক কিছুই। আমাদের আজকের বিষয়, কম্পিউটারে ফোল্ডার রং বা কালার করা প্রসঙ্গ। জানি, অনেকেই এই বিষয়ে অনেক শিখেছেন। জি, তবে এই টিউটোরিয়াল আপনার জন্য নয়! এই টিউটোরিয়াল শুধুই নবীনদের জন্য। যারা আপনার কম্পিউটারে ফোল্ডারগুলো মনের মাধুরী মিশিয়ে হরেক রকম রঙ করে সাজাতে চান। তাদের জন্য আশা করি এই টিউটোরিয়াল অনেক কাজে আসবে।। চলুন, ছোট কাজে বড় বড় কথা না বলে চলে যাই মূল ধাপগুলোতে।
  • আমরা কম্পিউটারের ফোল্ডার কালার করতে ব্যবহার করব Folder Colorizer নামের ছোট দেড় মেগাবাইটের একটি সফটওয়্যার। তাই প্রথমেই ডাউনলোড করে নিন Folder Colorizer.exe 
  • যথা নিয়মে সফটওয়্যারটি ইন্সটল দিন। ইন্সটল দেয়া না জানা থাকলে আমার ভিডিও টিউটোরিয়ালটিও দেখতে পারেন।
  • সফটওয়্যার ইন্সটল দেয়া হয়ে গেলে যে ফোল্ডার কালার করতে চান সেই ফোল্ডারের উপর মাউস কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করুন এবং Colorize ক্লিক করে ডান পাশের সাবমেন্যুগুলো থেকে পছন্দের কালার সিলেক্ট করুন।
  • ব্যাস, ২-১ সেকেন্ডের মাঝেই দেখতে পারবেন আপনার ফোল্ডারটি আপনার কাঙ্ক্ষিত রঙের হয়ে গেছে।
খুবই ছোট এবং সহজ টিউটোরিয়াল।  আশা করি আপনি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন আপনার কম্পিউটারের ফোল্ডার কালার।

বিকাশ প্রতারনা !!! সাবধান--- হয়তবা আপনিও পড়তে পারেন এই ধোঁকায় !!

বর্তমান সময়ে আমরা জীবনকে সহজ করার জন্য অনেক প্রযুক্তিই ব্যবহার করছি। এই সব প্রযুক্তির মধ্যে কিছু ক্ষেত্রে আমাদেরকে সাবধান হওয়ার প্রয়োজন হয়। কারন ভুলে গেলে চলবে না যে খারাপ মানুষ যেমন অতীতে ছিল, বর্তমানে আছে তেমন ভবিষ্যতেও থাকবে।
মোবাইল বর্তমানে আমাদের কাছে একটি অপরিহার্য বস্তুতে পরিনত হয়েছে। মোবাইলে কথা বলা, ছবি তোলা, গান শোনা, বেচা-কেনা, লেন-দেন, চিকিৎসা, ব্যাংকিং, চাষ-বাস থেকে শুরু করে এমন কোন কাজ নেই যা করা হয় না। বিকাশ বর্তমানে সহজে মোবাইলে টাকা লেনদেনের জন্য একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় পন্থা। এটি নির্দিষ্ট মোবাইলে একটি চার সংখ্যার পিন হল ঐ মোবাইল একাউন্টের সিকিউরিটি । আর তাই বসে নেই প্রতারনা চক্র। তারা মানুষের  দুর্বলতা এবং সরলতার সুযোগ নিচ্ছে।
গতকাল ১০ ই মার্চ আমার পরিচিত এক ভাইয়ার সাইটে একজন ফোন করে একটা ডিজিটাল ক্যমেরা ও একটি ক্যামেরা স্ট্যান্ড অডার করে । তিনি ফোনে  বলেন তার ঐ প্রোডাক্টের যাবতীয় টাকা তিনি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চান। নিয়ম অনুযায়ী ভাইয়া তাকে শুধু মাত্র ৫০০ টাকা অগ্রীম বিকাশ এবং বাকী টাকা পন্য গ্রহনের সময় কুরিয়ার সার্ভিসে দেওয়ার কথা বলেন। এর কিছুক্ষন পর ঐ  ব্যক্তি ফোন করে বলেন যে তিনি টাকা পাঠিয়েছেন। কিন্তু টাকা না পাওয়ার কথা বললে ঐ ব্যক্তি বলেন আপনার বিকাশে কত টাকা ছিল।  তখন ভাইয়া বিকাশের আনুমানিক ব্যালেন্স বললে প্রতারক চক্র ঐ  অনুমানিক ভাবে বলা  টাকার সাথে তারা ৬৬০০ টাকা যোগ করে হুবহু sender name bKash থেকে ইন্টারনেট থেকে একটি এস. এম. এস পাঠায়। কিন্তু এই টাকা বিকাশ মূল ব্যালেন্সে জমা হয় নি । প্রতারক চক্র এবার ফোন করে বলে আপনি কি বিকাশ থেকে কোন এস এম এস পেয়েছেন।  এই ভুয়া এস.এম.এস এর কথা ভাইয়া অস্বিকার করলে প্রতারক চক্র বিকল্প পদ্ধতি ব্যবহার করে। তারা বলে আপনার কাছে অন্য কোন মোবাইল সেট থাকলে আমি ঐ নাম্বারে ফোন দিচ্ছি। এবং ব্যালেন্স চেক করার অন্য পদ্ধতিটা আপনাকে বলছি। এই বলে প্রতারক চক্রটি ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে ভাইয়ার মোবাইলের টাকা তাদের একাউন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই চালাকি ভাইয়া ধরে ফেলে এবং তাদেরকে বলে যে টাকা আমার নিজের একাউন্টে জমা না হওয়া পর্যন্ত আমি আপনাদের পন্য পাঠাতে পারবো না। তখন প্রতারক চক্রের একজন দোকানদার পরিচয় দিয়ে বলে তাহলে আমার যে টাকা আপনার মোবাইলে গেছে তা ফেরত না দিলে আমি এই ব্যক্তিকে(যে প্রডাক্ট কিনতে চেয়েছিল) বেধে রাখবো। তখন ভাইয়া তার প্রশাসনিক  পরিচয় দিলে তারা ফোন কেটে দেয়। প্রকৃত পক্ষে তারা সবাই সংঘবদ্ধ দলের সদস্য।
তাই সবাইকে অনুরোধ করব আপনার সতর্ক থাকুন । এস.এম.এস কে বিশ্বাস না করে আপনার বিকাশ ব্যালেন্স *247# দিয়ে চেক করে দেখে নিবেন।
নিজে সতর্ক থাকুন এবং এই সব প্রতারক চক্রকে ধরিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে।

Tuesday, March 10, 2015

আপনার সকল বন্ধুদের এক ক্লিকে এড করুন যে কোনো ফেসবুক গ্রুপে

আজ আমি দেখাব কি করে আপনার সকল বন্ধুদের এক ক্লিকে এড করবেন  যে কোনো ফেসবুক গ্রুপে ।
  1. প্রথমে এই স্ক্রিপ্টটি কপি করুন  Script
  2. কপি করতে Ctrl+C প্রেস করুন
  3. তারপর আপনার Mozilla Firefox দিয়ে ফেসবুক গ্রুপে যান ।
  4. F12 প্রেস করুন ।
  5. তারপরে নিচে একটি বক্স দেখতে পাবেন সেখানে স্ক্রিপ্টটি পেষ্ট করুন ।
  6. পেষ্ট করতে Ctrl+V প্রেস করুন ।
  7. তারপর Enter প্রেস করুন ।
  8. এবং অবশেষে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর দেখুন মেজিক ।

বুঝতে অসুবিধা হল Screenshot দেখুন ।

Friday, March 6, 2015

Skype Sign In Problem And Solution স্কাইপিতে সাইন ইন সমস্যার সমাধান নিয়ে নিন।

Skype Problem
 আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 
 আজকে আমি আপনাদের যে সমস্যাটির কথা বলতে যাচ্ছি তা হল Skype Sign In Problem ।
আসুন নিয়ে নেই এর সমাধান। আজকে আপনাদের জন্য লেখার পাশাপাশি এই সমস্যাটির সমাধান নিয়ে একটি ভিডিও তৈরী করেছি। জীবনের প্রথম ভিডিও তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
যাইহোক মুল প্রসঙ্গে চলে আসি। আজকে যে সমস্যাটি নিয়ে কথা বলব তাহল Unable to sign in Due to a disk I/O error. এই সমস্যাটি অনেক সময় স্কাইপিতে সাইন ইন করতে গেলে আসে।
তাই আজ কে এই সমস্যার সমাধানটি আপনাদের সাথে শেয়ার করব।
নিচের চিত্রটি দেখুন ঃ-
Disk I/O Problem
এই ধরনের সমস্যা দেখা দিলে প্রথমে স্কাইপিটি Quit করে নিবেন। তারপর স্কাইপিটি যেখানে সেটাপ দিয়েছেন (Local Disk c) সেখানে যান। তারপর যদি আপনার ফাইল গুলো হিডেন করা থাকে তবে তা শো করে নিন।
তারপর Users >> আপনার কম্পিউটার এর উইজার নেম এ যান >> Appdata >> Local >> Skype >> তারপর আপনার ব্যবহৃত ইউজার নেমটি দেখতে পাবেন সেটি সিলেক্ট করে ডিলেট করে দিন। এরপর স্কাইপি ওপেন করুন এবং আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন । দেখবেন এখন সাইন ইন করতে পারছেন।

Ads Inside Post