Friday, March 6, 2015

এন্ড্রয়েড kitkat 4.4.4 এ only 3G mode ব্যবহার করতে পারছেন না? তাহলে নিয়ে নিন সমাধান ।

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আপনারা জানেন Android kitkat 4.4.4 এ শুধু ৩জি ব্যবহার করা যায় না ।এটা সমস্যা অটো কানেক্ট হয় একবার ৩জি একবার ২জি। তাই এই সমস্যার সামাধান নিয়ে আসলাম।প্রথমে ডায়াল করুন *#*#4636#*#* তারপর নিচের মত স্কীন আসবে ।
এবার Phone information এ ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।

লাল চিহ্নিত অংশে ক্লিক করুন! তাহলে নিচের মত স্কীন আসবে।

এবার wcdma only সিলেক্ট করে বেরিয়ে আসুন ।দেখবেন আপনার ফোনে শুধু ৩জি চলে এসেছে ।

No comments:

Post a Comment

Ads Inside Post