Monday, March 2, 2015

আপনার এন্ড্রয়েডে আনলিমিটেড কল ব্লক করুন দুনিয়ার সবথেকে সহজ উপায়ে। ফ্রি এবং কোন প্রকার এপ্স ছাড়া

আসসালামুআলাইকুম কেমন আছেন আপনারা সবাই। আমি বরাবরের মত ভালোই আছি।
অনেকেই দেখছি কল ব্লক করা নিয়ে বেশ মেতে আছেন। আমার কিছু ফেসবুক বন্ধুও মেসেজে করেছে যে দোস্ত এন্ড্রয়েডের জন্য  ভালো কল ব্লকার এপ্স কোনটা? আমি সবাইকে এই ট্রিকটাই শিখিয়েছি।
প্লিজ যারা আগে থেকে জানেন তারা খারাপ মন্তব্য করবেন না কারন অনেকেই আছেন যারা বিষয়টা এখনও যানেন না। আমি মূলত তাদের জন্যই লেখাটি লিখছি।
তাহলে চলুন মূল বিষয়ে যাই।
আমরা অনেকেই এন্ড্রয়েডে কল ব্লক করার জন্য নানা ধরনের এপ্স ব্যবহার করি। কিন্তু আমরা আজ এমন একটা ট্রিক শিখব যার মাধ্যমে আমরা  এন্ড্রয়েডে  খুব সহযেই আনলিমিটেড কল ব্লক করতে পারব তাও আবার কোন অতিরিক্ত এপ্স ব্যবহার ছাড়া।
কার্যপদ্ধতিঃ
  • প্রথমেই আপনার হোম স্ক্রিন হতে ফোনবুক এ ক্লিক করুন।
  • এখন যে নম্বর টি ব্লক করতে চান তাতে ক্লিক করুন। (নম্বরটি সেভ করা না ধাকলে সেভ করে নিন)
  • এখানে লক্ষনীয় যে আপনি যে নম্বরটি ব্লক করতে চান তা আপনার ফোন কন্টাকে সেভ করা থাকতে হবে । সিমে সেভ করা থাকলে হবে না। সিমে সেভ করা থাকলে তা সেটে মুভ করে নিন বা সেটে নতুন ভাবে সেভ করুন।
  • এখন ওই নম্বরে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।(চিত্র অনুসরন করুন)
প্রথমে চিত্র ১ এর ন্যয় দেখতে পাবেন এ অবস্থায় ফোনের মেনু বাটনে ক্লিক করলে চিত্র ২ এর ন্যায় অপশন পাবেন। এখন চিত্র ২ এ Block incoming calls এ টিক দিন
ব্যাস কাজ শেষ আপনার ফোনে উক্ত নম্বরটি ব্লক হয়ে গেছে।
আনব্লক করার জন্য শুধু Block incoming calls এ টিক উঠিয়ে দিন।
আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই

No comments:

Post a Comment

Ads Inside Post