Monday, March 2, 2015

স্মার্টফোনের ব্যাটারির যত্ন রাখছেন তো ?


স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। কথা বলা ছাড়াও নানাভাবে সহায়তা নেওয়া হচ্ছে হাতের স্মার্ট ডিভাইসটির। বহুবিধ ব্যবহারের কারণে এটির চার্জের দিকটিও খেয়াল রাখতে হয় ব্যবহারকারীকে। যেখানে ব্যাটারির ভূমিকা মূখ্য।

এ জন্য ব্যাটারি লাইফের দিকে খেয়াল রাখতে হয়। সঠিক পরিমাণে চার্জ না থাকলে স্মার্টফোন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে ব্যাটারির সঠিক পরিচর্যা দরকার। তা না হলে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে খুব দ্রুত।

ব্যাটারির যত্ন


আজ আপনার হাতের স্মার্টফোনটির ব্যাটারির যত্নে অল্প কিছু জরুরি টিপস শেয়ার করা হল।
  • এমন কোনো জায়াগায় হ্যান্ডসেটটি রাখা যাবে না, যেখানে ব্যাটারিটি বারবার গরম হয়ে যায়।
  • অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু থাকলে সেগুলো খুঁজে বন্ধ করে দেওয়া উচিত।
  • কিপ্যাড টোন ও ভাইব্রেসন বন্ধ রাখলে ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে। তাই, এ দুটি অপসন বন্ধ রাখার চেষ্টা করতে হবে।
  • মোবাইল সেটের ডিসপ্লের ব্রাইটনেস(উজ্জ্বলতা) কমিয়ে রাখা উচিত। তবে খুব বেশি কমানো যাবে না যাতে তা চোখের ক্ষতি করে।
  • মোবাইল ফোনে অযথা ব্লুটুথ, জিপিএস ইত্যাদি অপসন চালু না রাখা।
  • অনেকেই স্মার্টফোনে এ গেইম খেলতে পছন্দ করেন। তবে, গেইম খেললে চার্জ বেশি দ্রুত শেষ হয় ও ব্যাটারির লাইফটাইম কমে যায়।
  • ব্যাটারিতে কোনো কিছু দিয়ে আঘাত করা বা পানিতে পড়ে যাওয়া থেকে সতর্ক থাকা। 
ভালো লাগলে আপনার ভালো লাগার কথাটুকু জানাতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ ...

No comments:

Post a Comment

Ads Inside Post