আসসালামুআলাইকুম। টেকি বন্ধুরা কেমন আছেন সবাই।
আমি ভালো আছি।
আজ আপনাদের সামনে কম্পিউটারের ছোট্ট একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।
বিদ্রঃ এই ট্রিক আগে কেউ শেয়ার করে থাকলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি জানি প্রফেশনালরা এটা আগে থেকেই জানেন তাই তাদের জন্য এটা নয়। যারা নতুন শুধু তাদের জন্য। সেকারনে প্রফেশনালদের কাছে শুধু গঠনমূলক মন্তব্য আশা করছি।
আমরা সবাই কাজের শেষে কম্পিউটার বন্ধ করে দিই। ( আমি অবস্য বেশিভাগ সময় স্লিপ মোডে রাখি)।
সাধারণত কম্পিউটার দ্রুতই বন্ধ হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিউটার বন্ধ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কাজ করতে করতে বা অতি মাত্রায় প্রোগ্রাম ওপেন করলে কম্পিউটারের র্যাম এ ডেটা মাত্রাতিরিক্ত হয়ে (ওভারফ্লো) যায় এবং তা পেজ ফাইলে নতুন ডেটা তৈরি করে এবং সেটি হার্ডডিস্ক ড্রাইভে অবস্থান নেয়। যার ফলস্রুতিতে কম্পিউটার শাট ডাউন হতে সময় বেশি নেয়। যদি এই পেজ ফাইল শাট ডাউন হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কম্পিউটার বন্ধ হবে স্বাভাবিক সময়ের মধ্যেই। আর এটি করার জন্য আপনাকে কোন এপ্স ব্যবহার করতে হবে না। আপনার পিসির স্বাভাবিক সেটিং হতেই আপনি এ কাজটি করতে পারবেন।
এবার চলুন ধাপে ধাপে দেখে নিই পুরো প্রক্রিয়াটি।
আজ এ পর্যন্তই। আগামিতে আবারও হাজির হব অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আমি ভালো আছি।
আজ আপনাদের সামনে কম্পিউটারের ছোট্ট একটা ট্রিক নিয়ে হাজির হয়েছি।
বিদ্রঃ এই ট্রিক আগে কেউ শেয়ার করে থাকলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি জানি প্রফেশনালরা এটা আগে থেকেই জানেন তাই তাদের জন্য এটা নয়। যারা নতুন শুধু তাদের জন্য। সেকারনে প্রফেশনালদের কাছে শুধু গঠনমূলক মন্তব্য আশা করছি।
আমরা সবাই কাজের শেষে কম্পিউটার বন্ধ করে দিই। ( আমি অবস্য বেশিভাগ সময় স্লিপ মোডে রাখি)।
সাধারণত কম্পিউটার দ্রুতই বন্ধ হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিউটার বন্ধ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কাজ করতে করতে বা অতি মাত্রায় প্রোগ্রাম ওপেন করলে কম্পিউটারের র্যাম এ ডেটা মাত্রাতিরিক্ত হয়ে (ওভারফ্লো) যায় এবং তা পেজ ফাইলে নতুন ডেটা তৈরি করে এবং সেটি হার্ডডিস্ক ড্রাইভে অবস্থান নেয়। যার ফলস্রুতিতে কম্পিউটার শাট ডাউন হতে সময় বেশি নেয়। যদি এই পেজ ফাইল শাট ডাউন হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কম্পিউটার বন্ধ হবে স্বাভাবিক সময়ের মধ্যেই। আর এটি করার জন্য আপনাকে কোন এপ্স ব্যবহার করতে হবে না। আপনার পিসির স্বাভাবিক সেটিং হতেই আপনি এ কাজটি করতে পারবেন।
এবার চলুন ধাপে ধাপে দেখে নিই পুরো প্রক্রিয়াটি।
- শাট ডাউনের গতি দ্রুত করতে স্টার্ট মেনু হতে Run কমান্ড চালু করুন অথবা কিবোর্ড সর্টকার্ট হতে Windows+R প্রেস করুন।
- Run কমান্ড চালু হলে এখানে regedit.exe লিখে এন্টার করুন।
- এবার যে পেজটি খুলবে সেখান থেকে HKEY_LOCAL_MACHINE থেকে SYSTEM-এ গিয়ে CurrentControlSet-এ যান ও Control এ ক্লিক করুন।
- এখানে Control থেকে Session Manager-এ ক্লিক করে Memory Management খুলুন
- ডান
পাশের তালিকা থেকে ClearPageFileAtShutdown-এ দুই ক্লিক করে খুলুন। এখানে
Value Data ঘরে যদি ১ থাকে তাহলে সেটিকে মুছে ০ (শূন্য) লিখে ওকে করুন। যদি
০ থাকে তাহলে শুধু ওকে করে বের হয়ে আসুন।
আজ এ পর্যন্তই। আগামিতে আবারও হাজির হব অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
No comments:
Post a Comment