ফ্রিল্যান্সিং শব্দটা বর্তমান বিশ্বে বেশ জনপ্রিয়। আলফ্রেড নোবেল, অ্যান্ড্রু কার্নেগী, ওয়াল্ট ডিজনি বা রে ক্রোক যদি এই একুশের দশকে জন্মাতেন তাহলে হয়তো তাদেরও প্রোফাইল এই ইল্যান্স, ওডেস্কে থাকতো। তবে এটা সত্য ফ্রিল্যান্সার (Freelancer) শব্দটা আবিস্কারের আগেই মানুষ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত।
ফ্রিল্যান্সিং হলো নিজের স্বাধীনচেতাকে ধরে রেখে কাজ করা, যা সবার কাছে দারুণ উপভোগ্য। ফ্রিল্যান্সিং এর বর্তমান বিশ্বে দারুণ জনপ্রিয়। সবাই দিন দিন পেশাটাকে দারুণ সম্মান করতে শুরু করেছে। ফ্রিল্যান্সার (Freelancer) থেকে উদ্যোক্তা হওয়ারও দারুণ সুযোগ আছে।আজ আমি আপনাদের এই করম কিছু ফ্রিল্যান্সার (Freelancer)দের গল্পই করব যাদের আপনি ফ্রিল্যান্সার (Freelancer) হিসেবে জানেন না কিন্তু জীবনের প্রথম দিকে তাঁরা ফ্রিল্যান্সার (Freelancer) হিসেবেই নিজেদের মেলে ধরেছেন এবং পরবর্তিতে হয়েছে সফল উদ্যোক্তা। আজ দেখে নিন ৫ জন ঐতিহাসিক ফ্রিল্যান্সার (Freelancer) যারা এই পৃথিবীকে পাল্টে দিয়েছে।

ফ্রিল্যান্সার (Freelancer)
৫) সেলস এবং মার্কেটিং ফ্রিল্যান্সার (Freelancer) - রে ক্রোকঃ
রে ক্রোক বিশ্বের সব থেকে নামকরা ফাস্ট ফুড “McDonald's Inc.” কোম্পানির প্রতিষ্ঠাতা, যিনি এক সময় একজন সংগ্রামশীল ফ্রিল্যান্সার (Freelancer) ছিলেন। তিনি ছিলেন একজন পেপার বিক্রেতা, একজন এ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন রিয়েল এস্টেট এজেন্ট এবং একজন ফ্রিল্যান্স সেলস ম্যান।
সেলস এবং মার্কেটিং ফ্রিল্যান্সার (Freelancer) - রে ক্রোক
রাতারাতি সফলতা পাওয়ার টিপস চাইলে রে ক্রোক জানান,
“আমি রাতারাতি সফলতা পেয়েছি এটা ঠিক, তবে এই রাতটার জন্য আমাকে ৩০ বছরে হাজারো রাত অপেক্ষা করতে হয়েছে।”বলতে গেলে রে ক্রোক ১৫ বছর বয়স থেকেই ফ্রিল্যান্সার (Freelancer) সেলসম্যান হিসেবে কাজ করছেন। তিনি যখন রেডক্রস সোসাইয়িটিতে এ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করতেন তখন থেকে এই ৫৩ বছর বয়স পর্যন্ত তিনি একজন ফ্রিল্যান্স অর্কার। পরবর্তীতে তিনি McDonald's Inc. অধিকরণ করেন।
৪) ফটো এবং ডিজাইন ফ্রিল্যান্সার (Freelancer) - ওয়াল্ট ডিজনিঃ
ওয়াল্ট ডিজনি মাত্র ৪ বছর বয়স থেকে একজন ডিজাইনার। তিনি এই সময় তার এক প্রতিবেশি অবসর ডাক্তারকে তার ঘোড়ার চিত্র একে দেন। যা হেলায় ফেলে দেওয়ার মতো ছিল না। তারপর ১৫ বছর বয়স থেকে তিনি কার্টুনিস্ট হিসেবে কাজ শুরু করেন তার স্কুলের নিউজপেপারে।
ফটো এবং ডিজাইন ফ্রিল্যান্সার (Freelancer) - ওয়াল্ট ডিজনি

ডিজনে ব্রাদারস স্টুডিও
“আমাদের সকল স্বপ্ন সত্য হতে পারে, যদি আমাদের সেই স্বপ্ন খোঁজার জন্য পর্যাপ্ত সাহস থাকে”। - ওয়াল্ট ডিজনি
৩) প্রডাক্ট ডিজাইন ফ্রিল্যান্সার (Freelancer) - আলফ্রেড নোবেলঃ
আলফ্রেড নোবেল ছোট বেলা থেকেই কবিতা লিখতে পছন্দ করতেন এবং উদ্ভাবনে বিশ্বাসী ছিলেন। তার ফ্রিল্যান্সার (Freelancer) প্রোফাইল তৈরি করলে বলতে হবে, সর্বদা পণ্য ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে তিনি ভালবাসতেন। তিনি মূলত ডিনামাইট আবিস্কারের জন্য বিখ্যাত হয়ে ছিলেন। যদিও হাজারো ভুল এবং পর্যবেক্ষণের পর তিনি এটাতে সফল হন।
প্রডাক্ট ডিজাইন ফ্রিল্যান্সার (Freelancer) - আলফ্রেড নোবেল
আলফ্রেড নোবেল জীবনে ৩৫৫ টি পেটেন্ট আবিস্কার করেন এবং তিনি তা নিজেই বিক্রি করতেন। তার ক্লায়েন্টরা অনেক খুশি ছিল তার প্রতি। পরবর্তীতে তিনি কিছু বিক্রয়কর্মী দিয়ে কিছু পেটেন্ট বিক্রি করার পরিকল্পনা করেন।
"যদি আপনার হাজারো আইডিয়া থাকে এবং তার মধ্যে একটি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলেই আমি খুশি।" - আলফ্রেড নোবেল।
২) রাইটিং ফ্রিল্যান্সার (Freelancer) - আর্নেস্ট হেমিংওয়েঃ
হেমিংওয়ে একজন ক্লাসিক আমেরিকান লেখক। তাঁর প্রথম ফ্রিল্যান্সিং কাজ শুরু হয় বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে লেখা পাঠানোর মধ্য দিয়ে। ১৯১৬ সালে তিনি রিং রাডনার জিনিয়র নামে একটি নিবন্ধ কলম নামে ম্যাগাজিনে প্রকাশিত হয়। ১৮ বছর বয়সে তিনি এ্যাম্বুলেন্স চালক হিসাবে দায়িত্ব নেন ঠিক রে ক্রোক এবং ওয়াল্ট ডিজনির মতো। (মনে হয় তাদের অনুসরণ করে) পরবর্তীতে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
রাইটিং ফ্রিল্যান্সার (Freelancer) - আর্নেস্ট হেমিংওয়ে

আর্নেস্ট হেমিংওয়ের প্যারিসের বাড়ি
"লেখার জন্য এক্সট্রা কিছুই নেই, শুধুমাত্র একটা টাইপ রাইটারে বসে যান এবং রক্ত ঝরাতে শুরু করুন।"
১) জার্নালিস্ট/ রাইটিং ফ্রিল্যান্সার - চার্লস ডিকেন্সঃ
ডিকেন্স একজন বিখ্যাত ঔপন্যাসিক হিসেবে পরিচিত। কিন্তু তার অতীত জীবন খুব সচ্ছল ছিল না। যখন তার বয়স মাত্র ১২ তখন অত্যধিক ঋণের জন্য তার বাবা এবং ভাইকে কারারুদ্ধ করা হয়। যে কারণে ডিকেন্সকে নিজেই নিজের ভরন পোষণ করতে হতো। তিনি তার এক পরিচিত বন্ধুর সাথে থাকতেন।
জার্নালিস্ট/ রাইটিং ফ্রিল্যান্সার (Freelancer)- চার্লস ডিকেন্স

ঋণের জন্য তার বাড়িতে দেওয়া নোটিশ
"আমি একটা বিষয়ে অধিক মনোযোগ, সময়ানুবর্তীতা এবং অধ্যবসায় ছাড়া যা করেছি, তা অন্যভাবে করতে পারি নি।"
No comments:
Post a Comment